ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে সরকারি আধিকারিক

কুড়ি হাজার টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের কাছে হাতে না হাতে ধরা পড়ল এক সরকারি আধিকারিক। ধৃতের নাম সমীরকুমার মন্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্তর দেখে দেওয়ার জন্য টালিগঞ্জের এসপি মুখার্জি রোডের ঘোষ ইঞ্জিনিয়ারিং কোম্পানির থেকে ২০ হাজার ঘুষ হিসাবে দাবি করেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই সংস্থার কাছে ২ আগস্ট ই-মেল পাঠিয়ে প্রভিডেন্ট ফান্ড ইনস্পেকশনের জন্য কাগজপত্র চেয়ে পাঠান সমীরণ মণ্ডল। কাগজপত্র নিয়ে সস্থার অ্যাকাউন্ট্যান্ট অশোককুমার দে সমীরণকুমার মণ্ডলকে ফোন করেন। জানান, সংস্থার মালিক অশোক ঘোষ তাঁকে দেখা করতে বলেছেন, কথা বলতে বলেছেন সমীরণবাবুর সঙ্গে। এর পরই শুরু হয়ে যায় সমীরণ মণ্ডলের খেলা। তিনি বলে দেন, যে সমস্ত কাগজপত্র দিয়েছেন, তাতে অনেক গোলমাল রয়েছে। ১ লাখ টাকা ঘুষ দিতে হবে। বিষয়টি জানার পর অশোক ঘোষ চিঠি পাঠান সিবিআই দপ্তরে। মধ্যবর্তী সময়ে আবার সমীরণবাবুর সঙ্গে কথা হয় সংস্থার লোকেদের।