আমি তৃণমূলেই আছি, দাবি আনিসুরের

তিনি এখনও তৃণমূলেই রয়েছেন বলে মঙ্গলবারও ফের দাবি করলেন দল থেকে বহিষ্কৃত পাঁশকুড়ার পুর চেয়ারম্যান আনিসুর রহমান। চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিতই আসছেন পুরসভায়। বসছেন তাঁর দফতরেও। যদিও আনিসুরের এই দাবি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, সর্বোচ্চ নেতৃত্ব আনিসুর রহমানকে বহিষ্কার করেছেন। দলনেত্রী দলবিরোধীদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন। এর পরেও যদি কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রেখে থাকেন, সেটা তাঁর নিজের ব্যাপার। পার্টি এ জন্য কোনওভাবেই দায়ী নয়।