সুইমিং পুলের নিচে সেক্স কেভ বানিয়েছিলেন রাম রহিম সিং

ধর্মের নামে অধর্মের কাজ করতেন ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। কিন্তু সেটা এতোদিন নানা কারণে প্রকাশ পায়নি।
দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় সাজা হওয়ার পর থেকে বেরিয়ে আসছে তার নানা অপকর্মের কাহিনী। বেরিয়ে এসেছে ভন্ড বাবা কিভাবে নারী ভক্তদের সর্বনাশ করতেন, পুরুষ ভক্তদের হিজরা
বানিয়ে রাখতেন আর আশ্রমে থাকা নাবালিকাদের কিভাবে ধর্ষণ করতেন তার কাহিনী।
সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে জন্মনিরোধক উপকরণ, বিপুল কনডম, অস্ত্র ও গোলাবারুদ। ভন্ড বাবা খুন থেকে শুরু করে অবৈধ গর্ভপাত করনো কোনটাই বাদ রাখেননি।
গুরমিত রাম রহিম সিং ছিলেন যৌন নেশায় আসক্ত একজন মানুষ। যৌনতা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। এ কারণে নিয়মিত নারী ভক্ত ও আশ্রমের অনাথ নাবালিকাদের ধর্ষণে ব্যবহার করতেন সেক্স টনিক। আর এই সেক্স টনিক নিয়ে আসতেন অস্ট্রেলিয়া থেকে। নিজের যৌন ক্ষমতা ঠিক রাখতেই তা নিয়মিত পান করতেন বলে জানিয়েছে তার আশ্রয়ে থাকা ব্যক্তিরা।
এছাড়াও যৌন বিলাসী ভন্ড বাবা রাম রহিম সিং সুইমিং পুলের নিচে সেক্স কেভ বানিয়েছিলেন।