গোলাপি নদীর সন্ধান কানাডায়

নদীর জলকে দেখলে নীলাভ মনে হয়ে থাকে। কিন্তু এ ধারনাকে পাল্টে দিয়েছে একটি নদীর জল । নীলাভ নয়, পানির রঙ শুধুই গোলাপি।
এমন আজব রঙ ধারণ করা নদীর সন্ধান মিলেছে সুদুর কানাডায়। দেশটির অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে গেলে এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়।
তবে প্রতিদিন এই গোলাপি রঙের জল দেখা মেলবে না। ভাগ্যক্রমে হয়তো কোন পর্যটক দেখতে পান ।
সেই নদীর ছবি এখন সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু কেন এই নদী মাঝে মাঝে গোলাপি রঙ ধারণ করে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।