শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আইএস-এর হাতে ১১১০০ ‘ব্ল্যাঙ্ক’ পাসপোর্ট

News Sundarban.com :
সেপ্টেম্বর ১১, ২০১৭
news-image

জঙ্গিগোষ্ঠী আইএস-এর কাছে ১১১০০টি ‘ব্ল্যাঙ্ক’ পাসপোর্ট রয়েছে বলে ধারণা করছে জার্মানি। সিরিয়া সরকারের কাছ থেকে চুরি করা এসব পাসপোর্ট যেকোনো ব্যক্তির তথ্য দিয়ে পূরণ করা যাবে। জার্মানি আশঙ্কা করছে সম্ভাব্য আক্রমণকারীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে এ পাসপোর্টগুলো ব্যবহার করতে পারে। স্থানীয় সাপ্তাহিক ‘বিল্ড-আম সোনটাগ’- এর এক প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। ফেডারেল পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন দলিলের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, তদন্তকারীরা ‘ব্ল্যাঙ্ক’ পাসপোর্টগুলোর সিরিয়াল নম্বর সংগ্রহ করেছে। পাশাপাশি যারা এই পাসপোর্টগুলো ইস্যু বা বিতরণ করেছে তাদের তথ্য সংগ্রহ করেছে। চুরি হওয়া এ পাসপোর্টগুলো প্রকৃত আর এগুলো এখনো কোনো ব্যক্তির তথ্য দিয়ে পূরণ করা হয়নি। দুষ্কৃতকারীদের কাছে এটি খুবই মূল্যবান জিনিস। জার্মান নিরাপত্তা বাহিনী সিরিয়ার সরকারের কাছ থেকে চুরি করা হয়েছে এমন ১৮০০২টি সিরিয়ার পাসপোর্ট সম্পর্কে সচেতন রয়েছে। ফেডারেল ক্রিমিনাল পুলিশের একজন মুখপাত্র বলেন, শরণার্থী পরিস্থিতি সংক্রান্ত উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাসী সংগঠনগুলো সম্ভাব্য আক্রমণকারী বা সমর্থকদেরকে ইউরোপে অনুপ্রবেশ করানোর জন্য এ সুযোগ ব্যবহার করছে। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীর আক্রমণকারীরাও ভুয়া সিরিয়ান পাসপোর্ট ব্যবহার করেছিল। ওই হামলার ঘটনায় ১৩০ জন নিহত হয়। মুখপাত্র বলেন, জাল অথবা পরিবর্তিত পাসপোর্ট বেশিরভাগ সময় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যবহার করে। ২০১৬ সালে জার্মানির মাইগ্রেশন কর্তৃপক্ষ ৮৬২৫টি জাল পাসপোর্ট শনাক্ত করে। তবে এর মধ্যে কতটি পাসপোর্ট আইএসের পক্ষ থেকে পূরণ করা হয়েছে তা জানা যায় নি।