মোদি ও আদিত্যনাথের ছবি আঁকায় স্ত্রীকে মারধর, বাড়ি ছাড়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ছবি আঁকার কারণে স্ত্রী নাজমা পারভীনকে মারধর করেছেন তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
উত্তর প্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর শহরের পাশের বাছারিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার খবরটি জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।
নাজমা পরভীন একজন মুসলিম নারী। তার বাবার অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ সুপার (এসপি) অনিক কুমার জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি আঁকায় নাজমাকে প্রহার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
গত বছর নভেম্বরে নাজমা পারভীন পারভেজ খান নামে একজনকে বিয়ে করে সংসার শুরু করেন। বছর না পেরুতেই ছবি আঁকার অপরাধে শ্বশুর বাড়ি ছাড়তে হলো তাকে। তবে এ বিষয়ে নাজমার শ্বশুর বাড়ির লোকজনের কারো মন্তব্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।