মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দারুণ হ্যাটট্রিক মেসির

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০১৭
news-image

স্প্যানিশ লা লিগা ম্যাচে শনিবার রাতে দারুণ হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে কাতালান ডার্বিতে এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।

ন্যু-ক্যাম্পে খেলার প্রথমার্ধে দুই গোল করে বার্সেলোনার জয়ের পথ তৈরি করেন মেসি। বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন কিং লিও। চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচে এই নিয়ে পাঁচ গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

বার্সেলোনায় চার বছর কাটিয়ে নতুন মৌসুম শুরুর আগে পিএসজিতে চলে যান নেইমার। অনেকেই বলাবলি করছিলেন, নেইমার চলে যাওয়ায় মেসির পারফরম্যান্স কিছুটা স্থিমিত হয়ে পড়বে। শনিবার মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর এক টুইটে নেইমার সমর্থকদের খোঁচা মারেন গ্যারি লিনেকার।

বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লিনেকার মেসির গুণমুগ্ধ। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক তারকার। টুইটবার্তায় মেসির প্রতি তার মুগ্ধতা ও ভালোবাসাই ফুটে ওঠে।

লিনেকার টুইট করেন, ‘নেইমারকে ছাড়া মেসি সংগ্রাম করবে। ৩ ম্যাচে ৫ গোল এবং আজ রাতে (শনিবার) হ্যাটট্রিক!’

বার্সেলোনা ছেড়ে পিএসজি দুর্দান্ত ছন্দে রয়েছেন নেইমারও। ফরাসি লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সমান সংখ্যক গোল।