মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২৪ হাজারের বেশি প্রেমিকযুগলের গণবিয়ে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০১৭
news-image

এক অনুষ্ঠানে ২৪ হাজারের বেশি প্রেমিকযুগলের গণবিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার গ্যাপিয়োং প্রদেশে বিতর্কিত ইউনিফিকেশন চার্চে এ বিয়ে সম্পন্ন হয়।

কোরিয়ান ধর্মীয় নেতা সান মিয়োং মুনের অনুসারীরা ‘মুনিজ’ (moonies) শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রেমিকযুগলরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কেউ সরাসরি ওই চার্চে, আবার কেউ স্কাইপের মাধ্যমে অুষ্ঠানের অংশ নিয়ে তাদের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিতর্কিত ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা হচ্ছেন সান মিয়োং মুন। ৭ সেপ্টেমাবর ছিল তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। এদিন ৪ হাজার দক্ষিণ কোরিয়ান জুটিসহ বিভিন্ন দেশের মোট ২৪ হাজার জুটি বিয়ে বিবাহ সম্পন্ন করে।

সান মিয়োং মুনের শেষ স্ত্রী হাক জা হান মুন গণবিয়ে অনুষ্ঠানটির আয়োজন করেন। মুন ২০১২ সালে নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে মারা যান। তারপর থেকে এ গণবিয়ের প্রচলন শরু হয়।

মুন ভক্তরা গণবিয়ের অনুষ্ঠানকে শুভ ও কল্যাণকর মনে করলেও অনেকে এটিকে ব্যবসায়িক স্বার্থ হাসিলের কৌশল বলে মনে করেন।