শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে ৮ মাত্রার ভূমিকম্প

News Sundarban.com :
সেপ্টেম্বর ৮, ২০১৭
news-image

স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ উপকূলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮ বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।

বিবিসি বলছে, তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা, এলসালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হুন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মেক্সিকোর ফিজিজিয়াপান শহরের ৬২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৩৫ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি।

মেক্সিকো সিটিতে ভূমিকম্পের আঘাত অনুভূত হওয়ার পর বাড়ি-ঘর কেঁপে ওঠে। এসময় অনেকে রাস্তায় বেড়িয়ে আসেন। ছুটোছুটি করতে থাকেন নগরের বাসিন্দারা।বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।