অণ্ডারে আগুন,৬ জনের মৃতু্য

আগুন লাগল সেনার সামরিক অস্ত্রভাণ্ডারে। পাঞ্জাবের ভাতিণ্ডায় অস্ত্রভাণ্ডারে বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ আগুন লাগে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে দেড় ঘণ্টার মধ্যে সেটি অস্ত্রভাণ্ডারে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ফলে ১০৫ এমএম ও ১৫৫ এমএম বন্দুক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আর কী কী ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।
এর আগে পুলওমায় কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডারে আগুন লেগেছিল। তাতে ২ সেনা আধিকারিক সহ বেশ কিছু লোক মারা গিয়েছিলেন।
বুধবার রাতে মুম্বইয়ের জুহুর কিশোর কুমার গার্ডেনের একটি বাড়িতে আগুন লাগে। বাড়িটির নাম প্রার্থনা বিল্ডিং। গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। আগুন লাগার ফলে ৬ জনের মৃতু্য হয়েছে। আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে ৯ জন পুরুষ,২ জন মহিলা। চিকিত্সার জন্য তাঁদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।