লরির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা সহ ৪ জন

পূর্ব বর্ধমানের রায়নায় পিকআপ ভ্যানের পিছনে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা সহ ৪ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রায়নায় গৌরাঙ্গ রোডের কাছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রায়না থেকে বর্ধমান শহরে আসছিল পিকআপ ভ্যানটি। পিকআপ ভ্যানটিতে মোট ১০-১২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই সব্জি বিক্রেতা। গৌরাঙ্গ মোড়ের কাছে একটি বালিবোঝাই লরি পাশ কাটানোর চেষ্টা করে। তখনই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয়েছে ৩ জনের। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও এক জন। মৃতদের নাম হল, অশোক পোদ্দার (৪২), বাদলচন্দ্র দত্ত (৫০), সাগরিকা সিং (৫৫) এবং বাসের কন্ডাক্টর রামপ্রসাদ নায়েক (৩০)। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।