কি এ মুশকিলটা ঘটেই গেল বলিউড তারকা পরিণীতি চোপড়ার জীবনেও

প্রেমের ফাঁদ পাতা ভুবনে; কে যে কখন ধরা পড়ে যায় বলা মুশকিল। তবে কি এ মুশকিলটা ঘটেই গেল বলিউড তারকা পরিণীতি চোপড়ার জীবনেও!
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চোখ রাখলে অবশ্য সেরকমমই মনে হবে। ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে যে এই অভিনেত্রীর একটা রসায়ন চলছে অনেকটাই বোঝা যাচ্ছে।
এনডিটিভি বলছে, একটি বাইসাইকেলের ছবি পোস্ট করে টুইটার অ্যাকাউন্টে প্রেমের সুবাতাসের কথা ছড়িয়েছেন পরিণীতি। এরপরই তাতে মাথা ঠুকে দিয়েছেন হার্দিক।
ওই টুইটে পরিণতি লিখেছেন, সবচেয়ে দারুণ সঙ্গীর সঙ্গে এক দুর্দান্ত সফর। প্রেম বাতাসে ভেসে বেড়াচ্ছে।
এর উত্তরে অনেকেই নানা কথা লিখেছেন। তবে হার্দিকও বলেছেন বেশ রোমান্টিক কথা। ‘আমি কি কিছু অনুমান করতে পারি? আমার মনে হচ্ছে এটি বলিউড ও ক্রিকেটের দ্বিতীয় সংযোগ!যাত্রা শুভ হোক।’
প্রতুত্তরে পরিনীতিও কিছু খোলসা করে বলেননি। ছোট্ট উত্তরে সেরেছেন নিজের কথা, ‘হতেও পারে নাও পারে।’
এসব ঘটনার পরই অনেক ধারণা করছেন, তবে কি মন দেওয়া-নেওয়ার ব্যাপারটা ঘটিয়েই ফেলেছেন তারা। অবশ্য এমনটা তো আগেও ঘটেছে। ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকার প্রেমের সম্পর্ক অনেক পুরনো গল্প।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার কখনও রাগ-অভিমান আবার কখনও বা চুটিয়ে প্রেমের সম্পর্কের নানা খবরই মাঝেমধ্যে গণমাধ্যমে আসে। এবারও কি তেমনই সেসবের জন্যই অপেক্ষা করতে হবে দর্শকদের। বাকিটা অবশ্য সময়ই বলে দেবে।