শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানের চাকা নর্দমায়, নিরাপদে ১০২ যাত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

কোচি বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়া বিমানের চাকা পিছলে বিপত্তি। তবে ১০২ জন যাত্রী নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাতের ঘটনা। আবুধাবি থেকে ফিরছিল এয়ার ইন্ডিয়ার ৭৩৭-৮০০ বিমানটি। রাত ২টো বেজে ৪০ মিনিটে কেরলের কোচি বিমানবন্দরে নামে। তখনই বিপত্তি বাধে। চাকা পিছলে রানওয়ে থেকে বেরিয়ে যায় বিমানটি। টাল খেয়ে পাশের একটি নর্দমায় চাকা আটকে যায়। দুর্ঘটনার সময় বিমানকর্মী সমেত বিমানটিতে মোট ১০২ জন যাত্রী ছিলেন। মইয়ের সাহায্যে সকলকে নিরাপদে বের করে আনা হয়। কেউ গুরুতর চোট পাননি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অবতরণের সঙ্গে সঙ্গে বাঁক নিতে গিয়েই বিপত্তি বাধে। পার্কিং থেকে প্রায় ৯০ মিটার আগেই রানওয়ে থেকে বেরিয়ে যায়। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, মইয়ের সাহায্যে যাত্রীদের নিরাপদে বের করে আনা গিয়েছে। হতাহত নেই। বিশেষ চোটও পাননি কেউ। আপাতত বিমানটির উড়ান বন্ধ রয়েছে। একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অসামরিক পরিবহণ দফতরের কাছে ইতিমধ্যেই একটি রিপোর্ট পৌঁছেছে। গত সপ্তাহে ইঁদুরের দৌরাত্ম্যে এয়ার ইন্ডিয়ার সানফ্রান্সিসকোগামী একটি বিমান নঘণ্টা দেরিতে ছাড়ে।