২৭ অক্টোবর ভারতে-বাংলাদেশ মুক্তি পাচ্ছে ‘ডুব’

একদিন অাগেই জানিয়েছিলেন ‘কালকেই জানা হয়ে যাবে ডুবের রিলিজ ডেট’। জানাও গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নতুন সিনেমা ‘ডুব’ এর মুক্তির তারিখ জানালেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার দুপুরে ‘ডুব’ সিনেমার একটি পোস্টার দিয়ে এক স্ট্যাটাসে একথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বুকের ভিতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন! কেমন সে নদী? অক্টোবরের ২৭ তারিখ থেকে দেখা মিলবে সেই নদীর।’
সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। এটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।
সিনেমাটির সহপ্রযোজক ইরফান খান। এতে অভিনয়ও করেছেন তিনি। আরও রয়েছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।
জানা গেছে, ২৭ অক্টোবরের আগেই এর অন্যতম অভিনয়শিল্পী বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান ঢাকায় পৌঁছে অংশ নেবেন ছবির প্রচারণায়। থাকবেন ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে।