নাবালিকাকে ধর্ষণ, পলাতক দুই অভিযুক্ত

নক্ক্যারজনক ঘটনা ঘটল উত্তর প্রদেশের মুজাফফরনগরে। সোমবার মুজাফফরনগরের ভোপাল গ্রামে ধর্ষণের শিকার হল ১০ বছর বয়সী এক নাবালিকা। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে দুই অভিযুক্তের বিরুদ্ধে। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার বাড়ির সন্নিকটে একটি দোকানে গিয়েছিল ছোট্ট মেয়েটি। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন ওই নাবালিকার পরিজনেরা। অনেক খোঁজাখুঁজির পর ভোপাল গ্রামের মাঠ থেকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে, সালেম এবং দানীশ নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। সার্কেল অফিসার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।