শিক্ষক দিবসে শুভেচ্ছা বার্তা মোদি-কোবিন্দের

দেশবাসীকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে চিনের সিয়ামেনে রয়েছেন তিনি। সেখান থেকে টু্যইটারে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। পরপর বেশ কয়েকটি টু্যইটে লিখেছেন, শিক্ষক দিবসে শিক্ষাদানের সঙ্গে যুক্ত সকলকে সেলাম। সমাজের সব স্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে একনিষ্ঠভাবে খেটে চলেছেন তাঁরা। নতুন ভারত গড়ে তুলতে তাঁদের ভূমিকাই সবথেকে গুরুত্বপূর্ণ। আসুন আগামী পাঁচ বছর শিক্ষালাভের মাধ্যমে তার সফল রূপায়ণ করি। নেতৃত্ব দিতে শিখি। ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ। প্রতি বছর সেই দিনটি শিক্ষকদিবস হিসেবে পালিত হয়। জন্মবার্ষিকীতে তাঁকেও শ্রদ্ধা জানিয়েছেন মোদি। রাষ্ট্রনায়ক বলে উল্লেখ করেছেন। শিক্ষক দিবসে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেছেন, আমাদের দেশে গুরু-শিষ্যের সম্পর্ক যথেষ্ট ঐতিহ্যপূর্ণ। সঠিক শিক্ষাদান করে পড়ুয়াদের সমৃদ্ধ করে তোলেন শিক্ষকরা। তাঁদের শ্রদ্ধা করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ, শিশু বয়স থেকে তাঁরাই আমাদের ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেন। আমাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটান। টুইটারে ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকেও শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি।