হাইড্রোজেন বোমা পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল দ. কোরিয়া

পিয়ংইয়ংয়ের ষষ্ট এবং অত্যাধুনিক পরমাণু পরীক্ষার জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ আজ(সোমবার) এ খবর দিয়েছে।
মহড়ায় হাইওমু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এফ-১৫কে জঙ্গিবিমান ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র মহড়ায় কম্পিউটারের মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে কল্পিত হামলা চালানোর অনুশীলন করা হয়।
গতকাল উত্তর কোরিয়া ক্ষুদ্রাকৃতির হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর ঘোষণা দেয়ার পর এ মহড়া চালানো হলো। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করাই ছিল মহড়ার উদ্দেশ্য।