বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিলিগুড়িতে প্রকাশ্যে খুন, চাঞ্চল্য

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৭
news-image

প্রকাশ্য দিবালোকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক যুবককে। মৃতের নাম পিন্টু শীল (৩০)। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদনগরে। পরে অবশ্য অভিযুক্ত যুবক মনেন্দ্র দাস (২২) থানায় গিয়ে আত্মসমর্পণ করে। জানা গিয়েছে, পিন্টু শীল একটি জল সরবরাহকারী সংস্থার গাড়ি চালাতেন। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন (এনজেপি) সংলগ্ন এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদনগরে একই এলাকার বাসিন্দা মনেন্দ্র দাস ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পিন্টু শীলকে। রক্তাক্ত অবস্থায় পিন্টুর মৃতদেহ পড়ে থাকে রাস্তার উপর। তখন বৃষ্টি হচ্ছিল। বাড়ির সামনেই পিন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত মনেন্দ্র পালিয়ে যায়। খবর দেওয়া হয় এনজেপি থানায়। পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর চন্দ্রানী মণ্ডল। তিনি জানান, প্রকাশ্য দিবালোকে এভাবে খুনের ঘটনা নিন্দনীয়। পুলিসকে বলেছি দোষীর উপযুক্ত শাস্তি হোক। এদিকে, ঘটনার কিছুক্ষণ পরেই এনজেপি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত মনেন্দ্র দাস। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হয়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের অনুমান, পুরনো শত্রুতা থাকতে পারে। তবে কী কারণে এই খুন তা ধৃতকে জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে বলে জানানো হয়েছে।