শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্টিতে অভিষেক অশ্বিনের

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৭
news-image

 

কাউন্টিতে অভিষেকেই বাজিমাত করলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাট হাতে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে করেন ৩৬ রান। এরপর বল হাতে ৩ উইকেট তুলে নেন তিনি। কাউন্টিতে তাঁর প্রথম শিকার গ্লস্টারশায়ারের উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্যারেথ রডরিক।
মঙ্গলবার কাউন্টিতে অভিষেক হয় অশ্বিনের। উর্স্টারশায়ারের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এই অলরাউন্ডার। ঝকঝকে ৩৬ রান করেছেন। এরপর কট অ্যান্ড বোল্ড করেছেন গ্যারেথকে। পরে আরও দুটি উইকেট নেন অশ্বিন। বর্তমান ভারতীয় দলে পুজারার পরেই অশ্বিন দ্বিতীয় ক্রিকেটার যিনি কাউন্টিতে খেলতে গেলেন। অশ্বিন জানিয়েছেন, কাউন্টি ক্রিকেট খেলার স্বপ্ন বরাবরই ছিল। ছোটবেলায় টিভিতে কাউন্টির ম্যাচ দেখতাম। শ্রীলঙ্কায় একদিনের সিরিজে বিশ্রাম পেয়েছি। এই সুযোগে কাউন্টি খেলে নিলাম। তবে আন্তর্জাতিক ক্রিকেটের এখন যা ব্যস্ত সূচি, খুব বেশি কাউন্টি ক্রিকেট খেলা সম্ভব নয়। তাই যেটুকু সুযোগ পাওয়া যাবে, তা থেকেই অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে।