রাজগঞ্জের কমিউনিটি হল ভুতুড়ে বাড়ি

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের কমিউনিটি হলঘর অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। জানালা-দরজা ভেঙে গিয়েছে। প্লাস্টার খসে পড়েছে। জানা গিয়েছে, এই কমিউনিটি হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও চলবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কমিউনিটি হলটি অবহেলায় পড়ে থাকার ফলে ভগ্নপ্রায় হয়ে উঠেছে। অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা এখানকার নিত্যসঙ্গী। জানালা-দরজা ভেঙে পড়েছে। রাতের বেলায় অসামাজিক কার্যরকলাপের পীঠস্থান হয়ে উঠেছে এই কমিউনিটি হল। একাধিকবার বিষয়টি জানালেও কেউ কোনও উদ্যোগ নিচ্ছে না। বিষয়টি নিয়ে গ্রামপঞ্চায়েত প্রধান উত্তম রায় জানান, শীঘ্রই হলঘরটি সংস্কার করা হবে। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলবে।