মেডিক্যাল সুপারের বাড়িতে চুরি

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার ডা. মৈত্রী করের বাড়িতে চুরির ঘটনা ঘটল বুধবার গভীর রাতে। জানা গিয়েছে, চোরের দল নগদ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে। মৈত্রী কর জানান, বুধবার রাত ৩টে নাগাদ মাটিগাড়া থানার অন্তর্গত কলমজোত এলাকার বাড়িতে চোরের দল জানালার গ্রীল ভেঙে ঢোকে। তিনি বুঝতে পেরে দেখেন চোরের দল ল্যাপটপ নেওয়ারও চেষ্টা করছে। এরপর চিত্কার করলে চোরের দল ল্যাপটপ ফেলে দিয়ে নগদ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের ধাওয়া করলেও তিনি ধরতে পারেননি। বৃহস্পতিবার সকালে মাটিগাড়া থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে নেমেছে পুলিশ।