ভারতীয় ফুটবলারদের জয়জয়কার ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলের দেশীয় ফুটবলার ভি পি সুহের কিংবা জোবি জাস্টিনের উপর ভর করে টানা পাঁচটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলেও রয়েছে শীর্ষে। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ১৭টি গোল করেছে ইস্টবেঙ্গল। এরমধ্যে ভারতীয় ফুটবলাররাই ১৩টি গোল করেছেন। ভি পি সুহের একাই পাঁচটি গোল করেছেন। অন্যদিকে, দলের বিদেশিদের চারটে গোল রয়েছে। এরমধ্যে কার্লাইল মিচেল করেছেন দুটি গোল ও আল-আমনা ও উইলিস প্লাজা একটি করে গোল করেছেন।
অন্যদিকে, ভারতীয়দের মধ্যে ভি পি সুহের ছাড়া তিনটি গোল করেছেন সুরাবুদ্দিন মল্লিক। এছাড়া একটি করে গোল করেছেন ব্রেন্ডন, গেব্রিয়েল ফার্নান্ডেজ়, সামাদ আলি মল্লিক ও জোবি জাস্টিন। এই পরিসংখ্যান ভারতীয় ফুটবলকে যে আরও উদ্বুদ্ধ করবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।