ঐতিহাসিক টেস্ট জয়ে হ্যাডলিকে ছুঁলেন সাকিব

ব্যাট হাতে প্রথম ইনিংসে ঝকঝকে ৮৭, আর বল হাতে ম্যাচে দশ উইকেট। সাকিব আল হাসানের বাঁ-হাতের কেরামতিতেই কুপোকাত অস্ট্রেলিয়া। পঞ্চাশতম টেস্টে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করে রিচার্ড হ্যাডলির সঙ্গে একাসনে পৌঁছে গেলেন সাকিব। টেস্ট কেরিয়ারের পঞ্চাশতম টেস্টে দশ উইকেট প্রাপকদের তালিকায় পাঁচনম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের ট্রেভর বেইলি। এলিট ক্লাবে দুনম্বরে রয়েছেন কিংবদন্তী রিচার্ড হ্যাডলি। তিন ও চারে যথাক্রমে মুরলী ও হরভজন।
ম্যাচ জিতে সাকিব বলেন, তৃতীয় দিনে অসিদের দুরন্ত প্রত্যাঘাতে ম্যাচ হারাবার আশঙ্কা করছিলাম। স্ত্রী অবশ্য বলেছিল পারলে তুমিই এই ম্যাচের রঙ পাল্টে দিতে পার। স্ত্রীর পেপ-টকেই দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে দেশকে ঐতিহাসিক জয় এনে দেন সাকিব।