আইএসএল উদ্বোধন যুবভারতীতে না অন্য কোথাও!

১৭ নভেম্বর এবারের ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই কলকাতায়। বুধবার শহরে এসেছেন আইএসএলের কর্তারা। যুবভারতীর সবকিছু খতিয়ে দেখেন তাঁরা। তাঁদের আসল লক্ষ্য দেশের সবথেকে সাজানো গোছানো স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ সংস্করণের উদ্বোধন করা। নীতা আম্বানির কোম্পানির কর্তারা শেষবার স্টেডিয়াম পরিদর্শনে আসার একদিন আগেই যুবভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যোতিস্মান চট্টোপাধ্যায় বলে দিলেন, ঘাসের উপর বা ট্র্যাকের উপর কিছু করা যাবে না। ওঁদের আগেও বলেছি, আবারও বলব একই কথা। যা করতে হবে মাঠের বাইরে। পাশে। ফলে এটিকে দৈনিক প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে মাঠের ব্যবস্থা করলেও উদ্বোধনী অনুষ্ঠান তাদের ভাগ্যে জুটবে না।
দীর্ঘ টানাপোড়েনের পর আইএসএল কর্তৃপক্ষ শেষপর্যন্ত কলকাতার দুই প্রধানকে টুনার্মেন্টে খেলার সুযোগ দেয়নি এবার। তা নিয়ে এমনিতেই দুপক্ষের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। তার উপর এবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মাঠে উপচে পড়ছে ভিড়। এই অবস্থায় যুবভারতীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে দেখাতে চাইছিলেন আইএসএল কর্তপক্ষ।
আইএসএল সূত্রের খবর, বুধবার শেষবারের মতো কথা বলে তারা নিশ্চিত হওয়ার পরই কোথায় উদ্বোধন করা যায় তা খুঁজতে নামা হবে।