ডেঙ্গুর প্রকোপ বাড়ছে দিল্লিতে, আক্রান্ত ৯৪৫

দিল্লি এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। রাজধানীতে এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪৫জন।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত সপ্তাহেই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১০জন।
সূত্রের খবর, মোট ডেঙ্গু আক্রান্ত ৯৪৫জনের মধ্যে ৪৩৫জন দিল্লির বাসিন্দা। বাকিরা সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তির আশা কম। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এস পি বাটরা জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে প্রতিদিনই ভিড় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর। আগস্ট মাসে থেকে প্রতিদিন ৩ থেকে ৪জন রোগী হাসপাতালে আসছেন ডেঙ্গু নিয়ে।