গোধরা দাঙ্গার সময় ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনর্নির্মাণের খরচ দিতে হবে না গুজরাত সরকারকে

গোধরা দাঙ্গার সময় ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনর্নির্মাণের খরচ দিতে হবে না গুজরাট সরকারকে। এই নিয়ে গুজরাত হাইকোর্টের নির্দেশ মঙ্গলবার খারিজ করল সুপ্রিম কোর্ট। গোধরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থানগুলোর পুনর্নির্মাণ এবং ক্ষতি মেরামতের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট। তারজন্য অর্থ সাহায্যের নির্দেশও জারি করা হয়। বিজেপি শাসিত গুজরাত সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গুজরাত সরকারের বক্তব্য, জনসাধারণের অর্থ ধর্মীয় স্থানের পুনর্নির্মাণে খরচ করা যায় না। সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, সরকারের এই নিয়ে একটি প্রকল্প আছে যেখানে ক্ষতি মেরামতের বরাদ্দ নির্দিষ্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি পিসি পন্থকে নিয়ে গঠিত বেঞ্চ গুজরাত সরকারের মতামত মেনে হাইকোর্টের রায় খারিজ করে দেন।